বাংলাদেশ আনসার ক্যারিয়ার

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মাঠপর্যায়ের কাঠামো অনুযায়ী প্রতি উপজেলায় একটি পুরুষ আনসার কোম্পানি ও একটি নারী আনসার প্লাটুন এবং প্রতি ইউনিয়নে একটি পুরুষ আনসার প্লাটুন তালিকাভুক্ত আছে। এই কোম্পানি ও প্লাটুনভুক্ত সদস্যদের বলা হয় সাধারণ আনসার। দেশে বর্তমানে ৫০ হাজার ৪৯ জন প্রশিক্ষিত সাধারণ আনসার সদস্য ৪ হাজার ৭৭৭টি প্রতিষ্ঠানে কর্মরত। এসব আনসার সদস্য বিমানবন্দর, সমুদ্রবন্দর, পাওয়ার স্টেশন, কেপিআই, বাণিজ্যিক প্রতিষ্ঠান, হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান, মহানগরীতে ট্র্যাফিক কন্ট্রোল, রেল, নৌ ও অন্যান্য সরকারি–বেসরকারি স্থাপনার নিরাপত্তার দায়িত্বে কাজ করছেন।

Bangladesh ansar vdp career

সাধারণ আনসার হিসেবে শুধু পুরুষ প্রার্থীদের বাছাইয়ের জন্য গত শুক্রবার প্রথম আলোর চাকরি-বাকরি পাতায় একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। আগ্রহী প্রার্থীদের প্রাথমিক বাছাইয়ের জন্য নির্ধারিত তারিখ ও স্থানে উপস্থিত থাকতে হবে। সারা দেশে চারটি রেঞ্জে প্রার্থী বাছাই করা হবে। রেঞ্জগুলো হলো—রংপুর, বরিশাল, খুলনা ও রাজশাহী।

আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের ১০ সপ্তাহব্যাপি সাধারণ আনসার মৌলিক প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। আনসার ভিডিপি একাডেমি, সফিপুর, গাজীপুরে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে। সাধারণ আনসার মৌলিক প্রশিক্ষণ গ্রহণ করে আপনিও হতে পারেন আনসার বাহিনীর একজন গর্বিত সদস্য।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর গণসংযোগ বিভাগের সহকারী আবদুল মোবিন প্রথম আলোকে বলেন, আনসার ভিডিপি একাডেমিতে মৌলিক প্রশিক্ষণ গ্রহণকারী সাধারণ আনসার সদস্যকে যখন বিভিন্ন সরকারি–বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত করা হয়, তখন তাঁদের অঙ্গীভূত আনসার সদস্য বলা হয়। সফিপুরে মৌলিক প্রশিক্ষণ শেষে প্রাথমিকভাবে একজন প্রার্থীকে তিন বছরের জন্য অঙ্গীভূত আনসার সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। এরপর ছয় মাসের বিরতি। বিরতি শেষে আবার তিন বছরের জন্য নিয়োগ দেওয়া হয়। এভাবে ন্যূনতম ছয় মাস বিরতি দিয়ে একজন সাধারণ আনসার সদস্য সর্বোচ্চ ৫০ বছর বয়স পর্যন্ত চাকরি করতে পারেন।

আবেদনের যোগ্যতা
বিজ্ঞপ্তি অনুযায়ী, সাধারণ আনসার হিসেবে প্রশিক্ষণ নিতে হলে প্রার্থীদের ন্যূনতম জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। বয়স হতে হবে ১৮-৩০ বছরের মধ্যে। ২০২১ সালের ২৫ অক্টোবর তারিখে সর্বনিম্ন ১৮ বছর এবং ২০২১ সালের ৬ নভেম্বর তারিখে বয়স সর্বোচ্চ ৩০ বছর। শারীরিক যোগ্যতার ক্ষেত্রে উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি। বুকের মাপ ৩০/৩২ ইঞ্চি। দৃষ্টিশক্তি ৬/৬। কোনো দূরারোগ্য ব্যাধি থাকলে প্রার্থীকে প্রাথমিক বাছাইয়ে নির্বাচন করা হবে না। মুক্তিযোদ্ধা পরিবার, উপজেলা ও জেলা পর্যায়ে ক্রীড়া ক্ষেত্রে প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অধিকারী ভিডিপি/টিডিপি মৌলিক প্রশিক্ষণ ও আনসার ভিডিপি কারিগরি প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে।

আবেদন পদ্ধতি:
প্রার্থীদের অনলাইনে নিবন্ধন করতে হবে। ইউনিয়ন ডিজিটাল সেন্টার (ইউডিসি) অথবা যেকোনো অনলাইন-সুবিধাসম্পন্ন কম্পিউটার থেকে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ওয়েবসাইটে (www.ansarvdp.gov.bd) ‘সাধারণ আনসার (পুরুষ) মৌলিক প্রশিক্ষণের আবেদন’ লিংকে ক্লিক করে আবেদনপত্র পূরণ করতে হবে। ইতিমধ্যে অনলাইনে নিবন্ধন শুরু হয়েছে। আবেদন চলবে ৬ নভেম্বর পর্যন্ত। অনলাইন নিবন্ধন ফি বাবদ ২০০ টাকা আবেদন পোর্টালে প্রদর্শিত বিকাশ/রকেট/মোবিক্যাশ ইত্যাদির মাধ্যমে জমা দিতে হবে, যা অফেরতযোগ্য। নিবন্ধন সম্পন্ন হলে অনলাইন থেকে প্রবেশপত্রটি প্রিন্ট করে সংরক্ষণ করতে হবে এবং বাছাইয়ের সময় অবশ্যই তা প্রদর্শন করতে হবে।

প্রয়োজনীয় কাগজপত্র

যাচাই-বাছাইয়ে অংশগ্রহণের জন্য প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের মূল কপি, চারিত্রিক সনদপত্রের মূল কপি, নাগরিকত্ব সনদ, অনলাইন নিবন্ধনের সময় দেওয়া প্রবেশপত্রের মূল কপি, সদ্য তোলা চার কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি এবং প্রার্থীদের পরীক্ষায় অংশগ্রহণের জন্য কলম, পেনসিল, স্কেল, ক্লিপবোর্ড সঙ্গে আনতে হবে।

সুযোগ-সুবিধা

প্রশিক্ষণ শেষে অঙ্গীভূত হলে সমতল এলাকায় মাসিক ১৩ হাজার ৫০ টাকা এবং পার্বত্য এলাকায় ১৪ হাজার ২০০ টাকা ভাতা পাবেন। প্রতিবছর দুটি উৎসব ভাতা ৯ হাজার ৭৫০ টাকা করে দেওয়া হবে। দুটি ইউনিট রেশন ভর্তুকি মূল্যে প্রদান করা হবে। কর্তব্যরত অবস্থায় মৃত্যুবরণ করলে পাঁচ লাখ টাকা এবং স্থায়ী পঙ্গুত্ববরণ করলে দুই লাখ টাকা অর্থসহায়তা দেওয়া হবে।

বিস্তারিত যোগাযোগ

এই নিয়োগসংক্রান্ত যেকোনো তথ্যের জন্য সংশ্লিষ্ট জেলা আনসার-ভিডিপি কার্যালয়ে যোগাযোগ করতে পারেন। এ ছাড়া ভিজিট করতে পারেন www.ansarvdp.gov.bd এই ওয়েবসাইটে।

Similar Posts

  • বাংলাদেশের জনপ্রিয় পেশা সমূহ

    পেশা বলতে বিশেষ কোনো বিষয়ে নির্দিষ্ট জ্ঞান, দক্ষতা, নৈপূন্য, মূল্যবোধ, বিশেষ নীতি ও বৈশিষ্ট্যসম্পন্ন বৃত্তিকে বোঝায়, যা সাধারণত জনকল্যাণমুখী এবং পেশাগত সংগঠন মাধ্যমে নিয়ন্ত্রিত ও পরিচালিত হয়ে থাকে। বাংলাদেশের জনপ্রিয় পেশা সমূহ বাংলাদেশে স্বাস্থ্যসেবা এবং প্রকৌশলের ক্ষেত্রের চাকরিগুলোতে অনেক বেশি উপার্জন করার সুযোগ থাকায় পেশা হিসেবে ডাক্তার এবং ইঞ্জিনিয়ারদের কদর সব সময়ই অনেক বেশি হয়ে

  • একজন লাইব্রেরিয়ান এর দায়দায়িত্ব

    একজন লাইব্রেরিয়ান প্রধান কাজ হলো লাইব্রেরির তত্বাবধান করা। তাছাড়া বই সংগ্রহ, বিশেষ ক্রম অনুযায়ী সেগুলোকে সাজানো থেকে শুরু করে নতুন জার্নাল বা বই কেনা ও কর্মশালা পরিচালনা ইত্যাদি কাজ করে থাকেন। শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে বিভিন্ন ধরনের সংস্থায় কাজের সুযোগ রয়েছে এ পেশায়। Librarian jobs একজন লাইব্রেরিয়ানের কাজ কী? -বই, জার্নাল ও গুরুত্বপূর্ণ দলিল

  • বিদেশে চাকরির ক্ষেত্রে করণীয়

    অনেকের ইচ্ছে আছে দেশের বাইরে গিয়ে নিজের ক্যারিয়ার গড়ার। বিদেশে চাকরি করলে অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি অনেক মূল্যবান দক্ষতা অর্জন করা যায়, বিভিন্ন সংস্কৃতির মানুষের সাথে পরিচিত হওয়া যায় সেইসাথে ঘোরাঘুরি করার সুযোগ তো রয়েছেই। তবে বিদেশে চাকরি করার আগে অনেক জিনিস বিবেচনা করে সিদ্ধান্ত নিতে হয়। Overseas job for Bangladeshi   আজকের নিবন্ধে বিদেশে যাওয়ার

  • নার্সিং ক্যারিয়ার

    হাসপাতালে অসুস্থ মানুষের সেবায় যারা নিয়োজিত থাকেন, তারাই সাধারণত নার্স হিসেবে পরিচিত। দিন দিন মানুষ বাড়ছে, বাড়ছে হাসপাতাল, বাড়ছে রোগ। সাথে সাথে বাড়ছে নার্সের চাহিদা। ফলে পড়ার বিষয় হিসেবে নার্সিং একটি গুরুত্বপূর্ণ বিষয়। এ বিষয়ে পড়ার মাধ্যমে যেমন মানবসেবার সুযোগ রয়েছে, তেমনি সুযোগ রয়েছে ভালো ক্যারিয়ারেরও। Nursing Career   এই পরিস্থিতিতেই পেশা হিসেবে নার্সিং বেশ

  • এয়ার হোস্টেস ক্যারিয়ার

    পেশা হিসেবে তরুণরা অনেক স্মার্ট এবং পছন্দের মনে করছে এয়ারলাইন্সকে। শুধু তাই নয়, এখানে পাওয়া যায় ভিন্ন রকম অ্যাডভেঞ্চারের স্বাদ। এয়ারলাইন্স পেশাটা আপন করতে চাইলে গ্ল্যামারটার কথাও একটু ভাবতে হবে। Air Hostess Career   এয়ার হোস্টেস কি? তবে শুধু গ্ল্যামারই এখানে গুরুত্বপূর্ণ নয়; ইচ্ছাশক্তি, আত্মবিশ্বাস আর ঝুঁকি গ্রহণের মানসিকতাও থাকতে হবে। তাই তো দিন দিন

  • চাকরির আবেদনপত্র লেখার নিয়ম

    Job application format বা চাকরির আবেদনপত্র হলো একটি আনুষ্ঠানিক চিঠি, যা একজন ব্যক্তি একটি নির্দিষ্ট চাকরির জন্য নিজেকে প্রার্থী হিসেবে প্রস্তাব করতে একটি প্রতিষ্ঠানে প্রেরণ করেন। এটি চাকরিদাতার কাছে আবেদনকারীর যোগ্যতা, দক্ষতা, অভিজ্ঞতা এবং চাকরির প্রতি তার আগ্রহ প্রকাশ করার জন্য ব্যবহার করা হয়। Job application format দরখাস্ত লেখার নির্দিষ্ট কিছু নিয়ম রয়েছে যেগুলো কোনক্রমে

5 Comments

  1. I am a website designer. Recently, I am designing a website template about gate.io. The boss’s requirements are very strange, which makes me very difficult. I have consulted many websites, and later I discovered your blog, which is the style I hope to need. thank you very much. Would you allow me to use your blog style as a reference? thank you!

Leave a Reply