ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড শাখা নেই এমন অঞ্চলে ব্যাংকিং সেবা দিতে এজেন্ট ব্যাংকিং চালু করেছে। ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে গ্রাহকরা বিভিন্ন ধরনের হিসাব খোলা, ক্ষুদ্র ও কৃষিঋণ নিতে ও কিস্তি সংগ্রহ, নগদ জমা ও উত্তোলন করতে পারবেন।

Islami bank agent banking

এ ছাড়া বিদেশ থেকে আসা রেমিট্যান্সের অর্থ প্রদান, ইউটিলিটি বিল পরিশোধ, ইসলামী ব্যাংকের যে কোনো অ্যাকাউন্টে তহবিল স্থানান্তর, ইএফটিএনের মাধ্যমে অন্য ব্যাংকের অ্যাকাউন্টে তহবিল স্থানান্তর, অ্যাকাউন্ট ব্যালান্স জানা, ইন্টারনেট ব্যাংকিংসহ যে কোনো ধরনের ব্যাংকিং সেবা নেওয়া যাবে।

হিসাব খােলার জন্য প্রয়ােজনীয় কাগজপত্র

ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং আউটলেটে হিসাব খােলার জন্য নিম্নোক্ত কাগজপত্র লাগবে

❏ গ্রাহকের ২ কপি পাসপাের্ট সাইজের ছবি।
❏ নমিনির ১ কপি ছবি।
❏ উভয়ের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি।
❏ নমিনি অপ্রাপ্ত বয়স্ক হলে জন্ম নিবন্ধনের ফটোকপি।
❏ স্টুডেন্ট অ্যাকাউন্টের জন্য প্রতিষ্ঠানের আইডি কার্ডের ফটোকপি।

islami bank agent banking এর সেবাসমূহ:
একটি অ-বৈদেশিক (Non-AD) শাখায় সাধারণত যে ধরনের ব্যাংকিং সেবা দেয়া হয়, এজেন্ট ব্যাংকিং আউটলেটেও সেই সকল সেবা দেয়া হবে। সাধারণত নিম্নলিখিত সেবাগুলো ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এজেন্ট ব্যাংকিংয়ের আওতায় দিয়ে থাকে:

এজেন্ট ব্যাংকিং এর কাজ

১. ব্যাংকের বিভিন্ন ধরনের হিসাব খোলা। যেমন:

-আল-ওয়াদিয়াহ চলতি হিসাব/ কারেন্ট একাউন্ট (AWCA) আল-ওয়াদিয়াহ্ নীতির ভিত্তিতে
-মুদারাবা সঞ্চয়ী হিসাব (MSA)
-মুদারাবা বিশেষ সঞ্চয়ী (পেনশন) হিসাব (MSSA)/ ডিপিএস ৩, ৫ ও ১০ বছর মেয়াদী এবং ১,০০০/- থেকে ৫০,০০০/- পর্যন্ত প্রতি মাসে<br />
-মুদারাবা মেয়াদী জমা হিসাব (MTDRA)/ এফডিআর ৩, ৬, ১২, ২৪ ও ৩৬ মাস মেয়াদী
-মুদারাবা হজ্জ সঞ্চয়ী হিসাব (MHSA) ১ থেকে ২৫ বৎসর মেয়াদী
-মুদারাবা মােহর সঞ্চয়ী হিসাব (MMSA) ৫ ও ১০ বৎসর মেয়াদী
-মুদারাবা কৃষক সঞ্চয়ী হিসাব (MFSA) (মাত্র ১০ টাকা জমা দিয়ে হিসাব খােলা হয়)
-মুদারাবা ওয়াকফ ক্যাশ জমা হিসাব (MWCDA)
-মুদারাবা সেভিংস বন্ড (MSBA) ৫ ও ৮ বছর মেয়াদী
-মুদারাবা স্টুডেন্ট সেভিংস একাউন্ট (মাত্র ১০০ টাকা জমা দিয়ে হিসাব খােলা হয়)

২. নগদ জমা ও উত্তোলন
৩. বৈদেশিক রেমিট্যান্সের অর্থ প্রদান
৪. ইউটিলিটি বিল পরিশোধ (বিদ্যুৎ, পানি ও গ্যাস)
৫. ইসলামী ব্যাংকের যে কোনো অ্যাকাউন্টে অর্থ স্থানান্তর
৬. বিইএফটিএনের মাধ্যমে অন্য ব্যাংকের অ্যাকাউন্টে অর্থ স্থানান্তর
৭. অ্যাকাউন্ট ব্যালান্স জানা ও সংক্ষিপ্ত বিবরণী
৮. ক্লিয়ারিং চেক গ্রহন
৯. ক্ষুদ্র ও কৃষি বিনিয়োগ প্রদান ও কিস্তি সংগ্রহ
১০. চেক বই এবং ডেবিট ও ক্রেডিট কার্ড প্রদান
১১. ইন্টারনেট ব্যাংকিং সেবা
১২. এমক্যাশের হিসাব খোলা ও লেনদেন
১৩. মোবাইল টপআপ
১৪. বীমা প্রিমিয়াম সংগ্রহ, মাইক্রো-বীমা ইত্যাদি সহ অন্যান্য কাজ
১৫. দৈনিক লেনদেন ব্যাংক এবং এজেন্ট এর মধ্যে পারস্পরিকভাবে মিউচুয়াল
১৬. সরকারের সামাজিক নিরাপত্তা প্রোগ্রামের অধীনে নগদ অর্থ প্রদান
১৭. জনসাধারণের কাছ থেকে বিনিয়োগের আবেদন, ক্রেডিট এবং ডেবিট কার্ড অ্যাপ্লিকেশন সম্পর্কিত ফর্ম নথি সংগ্রহ ও প্রক্রিয়াকরণ
১৮. বিনিয়োগ এবং বিনিয়োগ রিকভারি মনিটরিং
১৯. বিভিন্ন প্রতিষ্ঠানের বেতন ভাতা প্রদান।
* এছাড়া বাংলাদেশ ব্যাংক অনুমোদিত যে কোনো ধরনের ব্যাংকিং সেবা নেওয়া যাবে।

এজেন্ট হওয়ার  নিয়মাবলী

ইসলামী ব্যাংক এজেন্ট হওয়ার জন্য যে নিয়মাবলী মেনে চলতে হবে সেই নিয়মাবলী সম্পর্কে নিচে থেকে জেনে নিন।

১. নির্দিষ্ট আবেদনপত্র পূরণ করে নিকটস্থ শাখায় জমা দিতে হবে।
২. শাখা প্রধান আবেদনপত্র যাচাই করে জোনাল অফিসের মাধ্যমে প্রধান কার্যালয়ে পাঠাবেন।

ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকার হওয়ার পরে তাদের যে রুলস রয়েছে সে সমস্ত রুলস মেনে চলবেন।কারণ আপনি যদি তাদের নিয়মের খেলাপ করেন তাহলে তারা যেকোনো সময় আপনার এজেন্ট বাতিল করে দিতে পারে, আরেকবার যদি তারা আপনার এজেন্ট এর তোকমা বাতিল করে দেয় তাহলে এটি ফিরে পাওয়া খুবই কষ্টকর হবে।

বিস্তারিত জানতে:
❏ ব্যাংকের যেকোন শাখায়/ এজেন্ট ব্যাংকিং আউটলেট/ বুথ ব্যাংকিংয়ে যোগাযোগ করুন।
❏ ✆ কল সেন্টারঃ ১৬২৫৯ অথবা ৮৩৩১০৯০ (দেশ)/ ০০৮৮-০২-৮৩৩১০৯০ (বিদেশ) এ কল করুন।

এখান থেকে আরো বিস্তারিত দেখুন…

Similar Posts

  • আত্ম কর্মসংস্থান বা ব্যবসা শুরু করুন

    আমাদের সমাজে রয়েছে অসংখ্য আলোক বর্তিকা, অসংখ্য সম্ভাবনা, অফুরন্ত সম্পদ ভান্ডার, শুধু দুই চক্ষু মেলে দেখতে হবে, আর দেখার মত চোখ থাকতে হবে। অমিত সম্ভাবনার এই বাংলাদেশে রয়েছে প্রায় ২ কোটি উচ্চ শিক্ষিত যুবক যারা প্রতিদিন চাকুরি নামক সোনার হরিণ ধারার জন্য আবেদন পত্র লিখতে লিখতে হতাশার সাগরে হাবুডুবু খাচ্ছে প্রতিনিয়ত। কিন্তু এই সমস্যার সমাধান

  • এজেন্ট ব্যাংকিং এর ধারণা

    আর্থিক অন্তর্ভুক্তির লক্ষ্যে ব্যাংকিং সুবিধাবঞ্চিতদের সেবা দিতে ২০১৭ সালে এজেন্ট ব্যাংকিং সেবা চালু করা হয়। গ্রামাঞ্চলের মানুষকে সেবা দেওয়া এজেন্ট ব্যাংকিংয়ের মূল লক্ষ্য। ব্যাংকের শাখা নেই এসব এলাকায় নিজস্ব বিক্রয় প্রতিষ্ঠান রয়েছে, এমন ব্যক্তি ব্যাংকের এজেন্ট হতে পারেন। কোনো ধরনের বাড়তি চার্জ ছাড়া এ সেবা দেওয়ার নিয়ম রয়েছে। এজেন্ট ব্যাংকিংয়ে কোনোভাবেই গ্রাহক যেন প্রতারিত না

  • কিভাবে একজন সফল উদ্যোক্তা হবেন

    সফল হতে হলে সফল উদ্যোক্তা হওয়ার উপায় জানতে হবে। সফল উদ্যোক্তার জীবনী পড়ার দ্বারা, সহজেই সফল হওয়ার মূলমন্ত্র জানা সম্ভব। আমাদের অনেকের স্বপ্ন একজন সফল উদ্যোক্তা হওয়া। কিন্তু সঠিক দিক নির্দেশনার অভাবে, অনেকেই ব্যর্থ হয়ে যান। How To Become An Entrepreneur দক্ষতা থাকলে যেকোন বয়সেই উদ্যোক্তা হওয়া সম্ভব।সত্যিকারার্থে বলতে গেলে। উদ্যোক্তা হওয়ার বিশেষ কোনও মুহূর্ত

  • খুচরা ব্যবসার ধারণা

    যে সমস্ত দোকান বা ব্যবসা প্রতিষ্ঠান পাইকার বা অন্য কোন উৎস হতে পণ্য সংগ্রহ করে তা চূড়ান্ত ভোক্তা বা ব্যবহারকারীদের নিকট বিক্রয় করে তাকে Retail Business বা খুচরা ব্যবসায় বলে। Retail Business এখানে আমরা খুচরা ব্যবসা কি, খুচরা ব্যবসার ধারণা, ভিবিন্ন রকম প্রচলিত খুচরা ব্যবসা, খুচরা ব্যবসার লাভ ও ভিবিন্ন ক্ষেত্র নিয়ে আলোচনা করবো। খুচরা

  • ডিলারশিপ ব্যবসার নিয়ম

    ডিলারশিপ ব্যবসা বেশ লাভজনক একটি ব্যবসা। ডিলার ব্যবসায় ঝুঁকি তুলনামূলক কম এবং লাভের পরিমাণ বেশি। আপনার চাই শুধু মার্কেটিং নলেজ, বিজনেস প্লানিং আর উপস্থিত বুদ্ধি। Dealership business in Bangladesh   কোন কোম্পানির ডিলারশিপ নেওয়ার মানে হল, একটি নিদিষ্ট এলাকায় ঐ কোম্পানির পণ্যের বিপণন এবং বণ্টন, সহ যাবতীয় কাজের দায়িত্ব পালন করা। আর যিনি এই দায়িত্ব

  • ড্রাগন ফল চাষ পদ্ধতি

    ড্রাগন ফল মূলত আমেরিকার প্রসিদ্ধ একটি ফল যা বর্তমানে আমাদের দেশেও ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। বাংলাদেশে সর্বপ্রথম ২০০৭ সালে থাইল্যান্ড, ফ্লোরিডা ও ভিয়েতনাম থেকে এই ফলের বিভিন্ন জাত আনা হয়। ড্রাগন ফলের গাছ এক ধরনের ক্যাকটাস জাতীয় গাছ। এই গাছের কোন পাতা নেই। ড্রাগন ফলের গাছ সাধারনত ১.৫ থেকে ২.৫ মিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে।

Leave a Reply