ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড শাখা নেই এমন অঞ্চলে ব্যাংকিং সেবা দিতে এজেন্ট ব্যাংকিং চালু করেছে। ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে গ্রাহকরা বিভিন্ন ধরনের হিসাব খোলা, ক্ষুদ্র ও কৃষিঋণ নিতে ও কিস্তি সংগ্রহ, নগদ জমা ও উত্তোলন করতে পারবেন।
Islami bank agent banking
এ ছাড়া বিদেশ থেকে আসা রেমিট্যান্সের অর্থ প্রদান, ইউটিলিটি বিল পরিশোধ, ইসলামী ব্যাংকের যে কোনো অ্যাকাউন্টে তহবিল স্থানান্তর, ইএফটিএনের মাধ্যমে অন্য ব্যাংকের অ্যাকাউন্টে তহবিল স্থানান্তর, অ্যাকাউন্ট ব্যালান্স জানা, ইন্টারনেট ব্যাংকিংসহ যে কোনো ধরনের ব্যাংকিং সেবা নেওয়া যাবে।
হিসাব খােলার জন্য প্রয়ােজনীয় কাগজপত্র
Islami bank agent banking আউটলেটে হিসাব খােলার জন্য নিম্নোক্ত কাগজপত্র লাগবে
❏ গ্রাহকের ২ কপি পাসপাের্ট সাইজের ছবি।
❏ নমিনির ১ কপি ছবি।
❏ উভয়ের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি।
❏ নমিনি অপ্রাপ্ত বয়স্ক হলে জন্ম নিবন্ধনের ফটোকপি।
❏ স্টুডেন্ট অ্যাকাউন্টের জন্য প্রতিষ্ঠানের আইডি কার্ডের ফটোকপি।
islami bank agent banking এর সেবাসমূহ:
একটি অ-বৈদেশিক (Non-AD) শাখায় সাধারণত যে ধরনের ব্যাংকিং সেবা দেয়া হয়, এজেন্ট ব্যাংকিং আউটলেটেও সেই সকল সেবা দেয়া হবে। সাধারণত নিম্নলিখিত সেবাগুলো ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এজেন্ট ব্যাংকিংয়ের আওতায় দিয়ে থাকে:
Islami bank agent banking এর কাজ
১. ব্যাংকের বিভিন্ন ধরনের হিসাব খোলা। যেমন:
-আল-ওয়াদিয়াহ চলতি হিসাব/ কারেন্ট একাউন্ট (AWCA) আল-ওয়াদিয়াহ্ নীতির ভিত্তিতে
-মুদারাবা সঞ্চয়ী হিসাব (MSA)
-মুদারাবা বিশেষ সঞ্চয়ী (পেনশন) হিসাব (MSSA)/ ডিপিএস ৩, ৫ ও ১০ বছর মেয়াদী এবং ১,০০০/- থেকে ৫০,০০০/- পর্যন্ত প্রতি মাসে<br />
-মুদারাবা মেয়াদী জমা হিসাব (MTDRA)/ এফডিআর ৩, ৬, ১২, ২৪ ও ৩৬ মাস মেয়াদী
-মুদারাবা হজ্জ সঞ্চয়ী হিসাব (MHSA) ১ থেকে ২৫ বৎসর মেয়াদী
-মুদারাবা মােহর সঞ্চয়ী হিসাব (MMSA) ৫ ও ১০ বৎসর মেয়াদী
-মুদারাবা কৃষক সঞ্চয়ী হিসাব (MFSA) (মাত্র ১০ টাকা জমা দিয়ে হিসাব খােলা হয়)
-মুদারাবা ওয়াকফ ক্যাশ জমা হিসাব (MWCDA)
-মুদারাবা সেভিংস বন্ড (MSBA) ৫ ও ৮ বছর মেয়াদী
-মুদারাবা স্টুডেন্ট সেভিংস একাউন্ট (মাত্র ১০০ টাকা জমা দিয়ে হিসাব খােলা হয়)
২. নগদ জমা ও উত্তোলন
৩. বৈদেশিক রেমিট্যান্সের অর্থ প্রদান
৪. ইউটিলিটি বিল পরিশোধ (বিদ্যুৎ, পানি ও গ্যাস)
৫. ইসলামী ব্যাংকের যে কোনো অ্যাকাউন্টে অর্থ স্থানান্তর
৬. বিইএফটিএনের মাধ্যমে অন্য ব্যাংকের অ্যাকাউন্টে অর্থ স্থানান্তর
৭. অ্যাকাউন্ট ব্যালান্স জানা ও সংক্ষিপ্ত বিবরণী
৮. ক্লিয়ারিং চেক গ্রহন
৯. ক্ষুদ্র ও কৃষি বিনিয়োগ প্রদান ও কিস্তি সংগ্রহ
১০. চেক বই এবং ডেবিট ও ক্রেডিট কার্ড প্রদান
১১. ইন্টারনেট ব্যাংকিং সেবা
১২. এমক্যাশের হিসাব খোলা ও লেনদেন
১৩. মোবাইল টপআপ
১৪. বীমা প্রিমিয়াম সংগ্রহ, মাইক্রো-বীমা ইত্যাদি সহ অন্যান্য কাজ
১৫. দৈনিক লেনদেন ব্যাংক এবং এজেন্ট এর মধ্যে পারস্পরিকভাবে মিউচুয়াল
১৬. সরকারের সামাজিক নিরাপত্তা প্রোগ্রামের অধীনে নগদ অর্থ প্রদান
১৭. জনসাধারণের কাছ থেকে বিনিয়োগের আবেদন, ক্রেডিট এবং ডেবিট কার্ড অ্যাপ্লিকেশন সম্পর্কিত ফর্ম নথি সংগ্রহ ও প্রক্রিয়াকরণ
১৮. বিনিয়োগ এবং বিনিয়োগ রিকভারি মনিটরিং
১৯. বিভিন্ন প্রতিষ্ঠানের বেতন ভাতা প্রদান।
* এছাড়া বাংলাদেশ ব্যাংক অনুমোদিত যে কোনো ধরনের ব্যাংকিং সেবা নেওয়া যাবে।
Islami bank agent banking হওয়ার নিয়মাবলী
ইসলামী ব্যাংক এজেন্ট হওয়ার জন্য যে নিয়মাবলী মেনে চলতে হবে সেই নিয়মাবলী সম্পর্কে নিচে থেকে জেনে নিন।
১. নির্দিষ্ট আবেদনপত্র পূরণ করে নিকটস্থ শাখায় জমা দিতে হবে।
২. শাখা প্রধান আবেদনপত্র যাচাই করে জোনাল অফিসের মাধ্যমে প্রধান কার্যালয়ে পাঠাবেন।
ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকার হওয়ার পরে তাদের যে রুলস রয়েছে সে সমস্ত রুলস মেনে চলবেন।কারণ আপনি যদি তাদের নিয়মের খেলাপ করেন তাহলে তারা যেকোনো সময় আপনার এজেন্ট বাতিল করে দিতে পারে, আরেকবার যদি তারা আপনার এজেন্ট এর তোকমা বাতিল করে দেয় তাহলে এটি ফিরে পাওয়া খুবই কষ্টকর হবে।
বিস্তারিত জানতে:
❏ ব্যাংকের যেকোন শাখায়/ এজেন্ট ব্যাংকিং আউটলেট/ বুথ ব্যাংকিংয়ে যোগাযোগ করুন।
❏ ✆ কল সেন্টারঃ ১৬২৫৯ অথবা ৮৩৩১০৯০ (দেশ)/ ০০৮৮-০২-৮৩৩১০৯০ (বিদেশ) এ কল করুন।
এখান থেকে আরো বিস্তারিত দেখুন…
Discover more from CAREERBD
Subscribe to get the latest posts sent to your email.