বাংলাদেশের জনপ্রিয় পেশা সমূহ

পেশা বলতে বিশেষ কোনো বিষয়ে নির্দিষ্ট জ্ঞান, দক্ষতা, নৈপূন্য, মূল্যবোধ, বিশেষ নীতি ও বৈশিষ্ট্যসম্পন্ন বৃত্তিকে বোঝায়, যা সাধারণত জনকল্যাণমুখী এবং পেশাগত সংগঠন মাধ্যমে নিয়ন্ত্রিত ও পরিচালিত হয়ে থাকে।

বাংলাদেশের জনপ্রিয় পেশা সমূহ

বাংলাদেশের জনপ্রিয় পেশা সমূহ
বাংলাদেশের জনপ্রিয় পেশা সমূহ

বাংলাদেশে স্বাস্থ্যসেবা এবং প্রকৌশলের ক্ষেত্রের চাকরিগুলোতে অনেক বেশি উপার্জন করার সুযোগ থাকায় পেশা হিসেবে ডাক্তার এবং ইঞ্জিনিয়ারদের কদর সব সময়ই অনেক বেশি হয়ে আসছে।তাছাড়া ও আইন পেশা, ব্যাংকিং পেশা, সরকারি চাকরি, ও শিক্ষকতার বেশ কদর রয়েছে। এই পেশা গুলোকে আমরা বাংলাদেশের প্রেক্ষিতে প্রচলিত পেশা হিসেবে ধরে নিতে পারি।

বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে এমন অনেক পেশা আছে যা শুধু জনপ্রিয় নয়, বরং উচ্চ বেতন, সম্মান ও ভবিষ্যৎ সুযোগ— তিন দিক থেকেই আকর্ষণীয়। নিচে বাংলাদেশের প্রেক্ষিতে সবচেয়ে জনপ্রিয় ও চাহিদাসম্পন্ন পেশাগুলোর তালিকা দেওয়া হলো:

চিকিৎসক (Doctor):

– সবচেয়ে সম্মানজনক ও স্থিতিশীল পেশা।
– সরকারি ও বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ও গবেষণায় সুযোগ আছে।
– পড়াশোনা: MBBS, BDS, FCPS ইত্যাদি।

সফটওয়্যার ইঞ্জিনিয়ার / আইটি প্রফেশনাল:

– বাংলাদেশের আইটি সেক্টর দ্রুত বৃদ্ধি পাচ্ছে।
– ওয়েব ডেভেলপমেন্ট, অ্যাপ ডেভেলপমেন্ট, সাইবার সিকিউরিটি, AI ইত্যাদি জনপ্রিয় ক্ষেত্র।
– পড়াশোনা: CSE, EEE, IT, Software Engineering

ব্যাংকার / ফাইন্যান্স অফিসার:

– সরকারি, বেসরকারি ও আন্তর্জাতিক ব্যাংকগুলোতে উচ্চ বেতনের সুযোগ।
– পড়াশোনা: BBA, MBA (Finance, Accounting, Banking)

বিশ্ববিদ্যালয় শিক্ষক / প্রফেসর:

– সম্মানজনক ও গবেষণাধর্মী পেশা।
– সরকারি বিশ্ববিদ্যালয়ে বেতন ও সুযোগ-সুবিধা বেশি।
– পড়াশোনা: Masters + PhD (বিশেষ করে বিজ্ঞান, ব্যবসা ও সমাজবিজ্ঞান)

ইঞ্জিনিয়ার (Engineer):

– সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, কম্পিউটার ও টেলিকম সেক্টরে চাহিদা বেশি।
– সরকারি প্রকল্প, নির্মাণ কোম্পানি ও শিল্প প্রতিষ্ঠানে কাজের সুযোগ।
– পড়াশোনা: BSc in Engineering (BUET, RUET, KUET, CUET)

BCS ক্যাডার / সরকারি প্রশাসন কর্মকর্তা:

– সবচেয়ে সম্মানজনক ও নিরাপদ পেশাগুলোর একটি।
– পদ: প্রশাসন, পুলিশ, স্বাস্থ্য, শিক্ষা, কাস্টমস ইত্যাদি।
– পরীক্ষাঃ BCS (Bangladesh Civil Service)

চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট (CA) / অডিটর:

– কোম্পানির আর্থিক বিশ্লেষণ, অডিট ও কর ব্যবস্থাপনায় বিশেষজ্ঞ।
– বেতন ও সম্মান দুই-ই বেশি।
– পড়াশোনা: CA, ACCA, ICAB কোর্স

ডিজিটাল মার্কেটিং / কনটেন্ট ক্রিয়েটর:

ফ্রিল্যান্সিং, ইউটিউব, সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের মাধ্যমে ভালো আয় সম্ভব।
 দক্ষতা: SEO, Facebook Ads, Google Ads, Graphic Design, Video Editing

পাইলট / এভিয়েশন অফিসার:

– বেতন ও মর্যাদা উভয় দিকেই অত্যন্ত আকর্ষণীয়।
– পড়াশোনা: Aviation School / CPL License

-এগ্রিকালচার ও এনভায়রনমেন্ট সেক্টরের বিশেষজ্ঞ:

– খাদ্য নিরাপত্তা ও পরিবেশ সংরক্ষণে চাকরির সুযোগ বাড়ছে।
– পড়াশোনা: Agriculture, Environmental Science, Forestry, Fisheries

অন্যান্য জনপ্রিয় পেশা:

সাংবাদিক / মিডিয়া কর্মী
– আইনজীবী (Lawyer)
– শিক্ষকতা (স্কুল/কলেজ স্তরে)
– NGO / Development Officer
– ফ্রিল্যান্সার / রিমোট ওয়ার্কার
– উদ্যোক্তা (Entrepreneur / Business Owner)


বাংলাদেশে বর্তমানে সবচেয়ে জনপ্রিয় পেশাগুলো হলো —
চিকিৎসক, ইঞ্জিনিয়ার, আইটি বিশেষজ্ঞ, ব্যাংকার, শিক্ষক, ও সরকারি কর্মকর্তা।
এছাড়াও নতুন প্রজন্মের মধ্যে ডিজিটাল মার্কেটিং, ফ্রিল্যান্সিং ও উদ্যোক্তা পেশা দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে।

Similar Posts

  • এয়ার হোস্টেস ক্যারিয়ার

    পেশা হিসেবে তরুণরা অনেক স্মার্ট এবং পছন্দের মনে করছে এয়ারলাইন্সকে। শুধু তাই নয়, এখানে পাওয়া যায় ভিন্ন রকম অ্যাডভেঞ্চারের স্বাদ। এয়ারলাইন্স পেশাটা আপন করতে চাইলে গ্ল্যামারটার কথাও একটু ভাবতে হবে। Air Hostess Career   এয়ার হোস্টেস কি? তবে শুধু গ্ল্যামারই এখানে গুরুত্বপূর্ণ নয়; ইচ্ছাশক্তি, আত্মবিশ্বাস আর ঝুঁকি গ্রহণের মানসিকতাও থাকতে হবে। তাই তো দিন দিন

  • অফিস সহকারীর কি ?

    সরকারি প্রতিষ্ঠানের প্রশাসনিক পদের নিম্নস্তর হচ্ছে অফিস সহকারী বা অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদ। তবে প্রশাসন বা হিসাব শাখার প্রাণ বলতে পারেন এ পদটিকে। অফিস সহকারীর কি প্রশাসন ও হিসাব শাখার সমস্ত প্রকার চিঠিপত্র লিখন, হিসাব কিতাবের কাজ এবং ফাইল উপস্থাপন করে থাকেন একজন অফিস সহকারী। অফিসের পরিশ্রমের কাজ একজন অফিস সহকারীকেই করতে হয়,

  • সফল ক্যারিয়ার গড়ার উপায়

    আমাদের সবারই কর্মক্ষেত্রে সফল হবার ইচ্ছে বা স্বপ্ন থাকে। প্রত্যাশিত চাকরি পাওয়ার পর সেই চাকরি থেকে সফল ক্যারিয়ারের দিকে হাঁটতে সবাই চায়। আর সেই স্বপ্ন পূর্ণ করে চাইলে আমাকে অবশ্যই কিছু বিষয় মাথায় রাখতে হবে এবং সেগুলো মেনে চলতে হবে। How To Build A Successful Career আজ আমরা সফল ক্যারিয়ার গড়ার কিছু গুরুত্বপূর্ণ টিপস নিয়ে

  • বিদেশে চাকরির ক্ষেত্রে করণীয়

    অনেকের ইচ্ছে আছে দেশের বাইরে গিয়ে নিজের ক্যারিয়ার গড়ার। বিদেশে চাকরি করলে অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি অনেক মূল্যবান দক্ষতা অর্জন করা যায়, বিভিন্ন সংস্কৃতির মানুষের সাথে পরিচিত হওয়া যায় সেইসাথে ঘোরাঘুরি করার সুযোগ তো রয়েছেই। তবে বিদেশে চাকরি করার আগে অনেক জিনিস বিবেচনা করে সিদ্ধান্ত নিতে হয়। Overseas job for Bangladeshi   আজকের নিবন্ধে বিদেশে যাওয়ার

  • একজন লাইব্রেরিয়ান এর দায়দায়িত্ব

    একজন লাইব্রেরিয়ান প্রধান কাজ হলো লাইব্রেরির তত্বাবধান করা। তাছাড়া বই সংগ্রহ, বিশেষ ক্রম অনুযায়ী সেগুলোকে সাজানো থেকে শুরু করে নতুন জার্নাল বা বই কেনা ও কর্মশালা পরিচালনা ইত্যাদি কাজ করে থাকেন। শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে বিভিন্ন ধরনের সংস্থায় কাজের সুযোগ রয়েছে এ পেশায়। Librarian jobs একজন লাইব্রেরিয়ানের কাজ কী? -বই, জার্নাল ও গুরুত্বপূর্ণ দলিল

  • জব সিভি ফরমেট

    একটি সিভি বা বায়োডাটা তৈরি করার কোন বাঁধাধরা নিয়ম নেই কিন্তু পৃথিবীতে কি কি লিখতে হবে সেটা অনেকটাই গুরুত্বপূর্ণ জিনিস, কারণ আপনি যেভাবে বানাবেন সেই বায়োডাটা দেখে আপনার সম্বন্ধে জানা এবং বোঝা যাবে আর যদি আপনি কোন জব ইন্টারভিউ এর জন্য আপনার সিভি তৈরি করছেন তাহলে পৃথিবীতে যদি আপনার প্রয়োজনীয় জিনিসগুলো লেখা না থাকে তাহলে

20 Comments

  1. I am a student of BAK College. The recent paper competition gave me a lot of headaches, and I checked a lot of information. Finally, after reading your article, it suddenly dawned on me that I can still have such an idea. grateful. But I still have some questions, hope you can help me.

  2. Do you urgently need a valid European passport, Driver’s license,ID, Residence Permit, toefl – ielts certificate and ….. in a couple of days but Not ready to go through the long stressful process?
    IF “YES ” you found yourself a solution as our service includes the provision of valid EU Passport, drivers licenses, IDs, SSNs and more at good rates.
    We make it easier for everyone to acquire a registered EU international passport, driver’s license, ID Cards, and more regardless of where you are from.

    https://worldpassporte.com/buy-passport-online/

  3. Do you urgently need a valid European passport, Driver’s license,ID, Residence Permit, toefl – ielts certificate and ….. in a couple of days but Not ready to go through the long stressful process?
    IF “YES ” you found yourself a solution as our service includes the provision of valid EU Passport, drivers licenses, IDs, SSNs and more at good rates.
    We make it easier for everyone to acquire a registered EU international passport, driver’s license, ID Cards, and more regardless of where you are from.

    https://worldpassporte.com/buy-passport-online/

  4. Review about (https://kopakorkorthar.com/ )Hello there. I found this site via Google even as searching for a comparable subject to my docucument,it site came up. It appears great. I have bookmarked it in my google bookmarks to come back then and then apply for my drivers license

Leave a Reply